ওয়েব ডেস্ক : ঢাকায় RAB-এর প্রস্তাবিত সদর দফতরের সামনে আত্মঘাতী বিস্ফোরণের দায় নিল ISIS। শুক্রবার দুপুরে আত্মঘাতী হামলা চালানো হয় ওই দফতরে। গায়ে বিস্ফোরক বেল্ট বাঁধা অবস্থায় ক্যাম্পের ভিতরে ঢোকে এক যুবক। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাঁধা দিলে, নিজেকে উড়িয়ে দেয় সে। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ওই যুবকের দেহ। হামলার জেরে আহত হন আরও দু' জন। পরে আল-বায়ান রেডিওতে হামলার দায় স্বীকার করে ISIS।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছর ঢাকার হোলি আর্টিসান ক্যাফেতেও জঙ্গি হামলা চালিয়েছিল ISIS। এদিকে, তদন্ত রিপোর্টে প্রকাশ, ভারতের ভোপালে বিস্ফোরণের পিছনে রয়েছে ISIS-এর হাত। সম্প্রতি সামনে এসেছে আরেকটি পোস্টার। যেখানে 'টার্গেট' হিসেবে দেখানো হয়েছে তাজমহলকে।


আরও পড়ুন, ISIS-এর নাশকতার নিশানায় তাজমহল!