ISIS-এর হাতে ধ্বংস পালমিরার ঐতিহ্যশালী রোমান অ্যাম্ফিথিয়েটার
দশকের পর দশক ধরে ইতিহাসকে বহন করে দাঁড়িয়েছিল সে। পালমিরার ঐতিহ্যশালী রোমান অ্যাম্ফিথিয়েটার। ISIS-এ হাতে ধ্বংস হল সেই ঐতিহ্য। ধ্বংসপ্রাপ্ত অ্যাম্ফিথিয়েটারে এখন শুধুই ISIS-এর তাণ্ডবের চিহ্ন।
ওয়েব ডেস্ক : দশকের পর দশক ধরে ইতিহাসকে বহন করে দাঁড়িয়েছিল সে। পালমিরার ঐতিহ্যশালী রোমান অ্যাম্ফিথিয়েটার। ISIS-এ হাতে ধ্বংস হল সেই ঐতিহ্য। ধ্বংসপ্রাপ্ত অ্যাম্ফিথিয়েটারে এখন শুধুই ISIS-এর তাণ্ডবের চিহ্ন।
অ্যাম্ফিথিয়েটারের পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইতিহাস প্রসিদ্ধ পালমিরার বেশ কয়েকটি স্তম্ভও। ধ্বংস হয়েছে UNESCO হেরিটেজ লিস্টে থাকা পালমিরার বিখ্যাত টেট্রাপাইলন, চার পিলারের কাঠামো। সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পালমিরায় গণহত্যা চালিয়েছে জঙ্গিরা।
২০১৫-র মার্চে প্রথম পালমিরার দখল নেয় জঙ্গিগোষ্ঠী। একবছর পর রুশ সেনাবাহিনীর সহায়তায় জঙ্গিদের তাড়িয়ে পালমিরার দখল নিয়েছিল সিরিয়ান সেনা। ৯ মাস পর গত ডিসেম্বরে ফের পালমিরার দখল নেয় জঙ্গি গোষ্ঠী। আর তারপর থেকেই শুরু হয় তাদের তাণ্ডব।
আরও পড়ুন, বিশ্বের ৩০টি প্রগতিশীল শহর কোনগুলি, জেনে নিন