ওয়েব ডেস্ক : রামাদি থেকে পালাচ্ছে ISIS জঙ্গিরা। ইরাকি সেনার হাত থেকে বাঁচতে দাড়ি কামিয়ে মহিলার ছদ্মবেশে পালাচ্ছে তারা। সম্প্রতি সামনে এসেছে এমন খবর। আর এ খবর সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, এতকিছুর পরেও শেষ রক্ষা হয়নি। ইরাকি সেনার হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন ISIS জঙ্গি। ইরাকি সেনার তরফে একথা জানানো হয়েছে।


গত মঙ্গলবার জঙ্গিগোষ্ঠীর হাত থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরের পুনর্দখল নেয় ইরাকি সেনা। আর তারপর থেকেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর ওদিকে সেনার হাত থেকে পালাতে নিত্যনতুন ফন্দি আঁটছে জঙ্গিরাও।