ওয়েব ডেস্ক: সম্ভবত বাংলাদেশের জাতীয় ধর্মের পদ থেকে সরতে চলেছে ইসলাম। সাম্প্রতিক কালে যে হারে বাড়ছে অন্য ধর্মের মানুষদের ওপর আক্রমণ তা কমাতেই এই সিদ্ধান্ত। রিপোর্ট অনুযায়ী গত বছর মুসলিম সংগঠন জামাতুল মুজাহিদিন ও আনসারুল্লা বাংলা দল অন্যান্য সংখ্যালঘুদের ওপর ৭বার আক্রমন করেছে। অনেক ব্লগার ও লেখকদেরও মৃত্যু ঘটেছে। বিষয়টি এখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারাধীন।


শুরুর দিকে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হলেও ১৯৮৮ সালে বাংলাদেশকে মুসলিস রাষ্ট্র ঘোষণা করা হয়। বাংলাদেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম। ৮ শতাংশ হিন্দু। বাকি ২ শতাংশ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। এই সিদ্ধান্তে খুশি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়।