জি ২৪ ঘণ্টা ডিজিটাল: গাজার আল আহলি আল আরব হাসপাতালে ইসরায়েলি রকেট হামলায় চমকে গিয়েছে গোটা বিশ্ব। বারো ঘণ্টা আগেও যে হাসপাতালের শিশুরা খেলছিল, আবর্জনা সাফ করছিল, মঙ্গলরবার রাতের হামলায় তারাই এখন লাশের স্তূপ। সেই লাশের মধ্যেই দাঁড়িয়েই সাংবাদিক সম্মেলন করেছেন চিকিত্সকেরা। এখনও পর্যন্ত মোট ৫০০ জনের মৃত্যুর খরব পাওয়া গিয়েছে। ইজরায়েলি রকেট হামলায় আহত হয়ে যারা হাসপাতালের ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালই হল তাদের বধ্যভূমি। কিন্তু ইজরায়েলের দাবি, ওই রকেট হামলার পেছনে রয়েছে ইসলামিক জিহাদ গোষ্ঠী। ইজরায়েলি প্রধানমনমন্ত্রী নেতেনিয়াহুর দাবি, ইসলামিক জেহাদের রকেটে হামলা ঘুরে গিয়ে পড়েছে হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গাজার হাসপাতালে ইজরায়েলি হামলায় কয়েকশো মৃত্যু! নিন্দায় মুখর বিশ্ব, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ...


নেতেনিয়াহুর দাবি, গাজা থেকে ইজারয়েলি সেটেলমেন্ট লক্ষ্য করে একঝাঁক রকেট ছোড়া হয়েছিল। আল আহলি হাসপাতালের পাস দিয়েই ওইসব রকেট উড়ে যাচ্ছিল। তার মধ্যে একটি গিয়ে আঘাত করে হাসপাতালে। গোটা দুনিয়ার জানা উচিত বর্বর হামাস জঙ্গিরা হাসপাতালেও রকেট হামলা করতে পিছপা হয়নি। এর সঙ্গে ইজরায়েলি সেনার কোনও সম্পর্কে নেই। যারা আমাদের শিশুদের মেরেছে তারাই আবার নিজেদের শিশুদের মেরেছে।


ওই হাসপাতালে হামলার পরই প্যালেস্টাইন কর্তৃপক্ষ দাবি করে রকেট হামলার পেছনে রয়েছে ইজরায়েলি সেনা। কিন্তু ইজরায়েল সোনার মুখপাত্র সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন, হামাসের রকেট ইজরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টার উল্টো ফল হয়েছে। রকেট গিয়ে পড়েছে হাসপাতালে।


বুধবারই ইজরায়েলে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জে বাইডেন। হাসপাতালে হামলার খবর পাওয়ার পর তিনি ট্যুইট করেছেন, 'আল আহলি হাসপাতালে বিস্ফোরণে যেসব মানুষের প্রাণ গিয়েছে তাতে আমি একইসঙ্গে ক্ষুব্ধ ও  শোকাহত'।  প্রসঙ্গত, বাইডেনের বক্তব্য লক্ষ্য করালে বোঝা যাবে তিনি ইজরায়েলের হামলার নিন্দা করছেন না।


এদিকে, জো বাইডেনের পরকিল্পনা ছিল জর্ডনের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।  জর্ডন সেই আলোচনায় বসতে অস্বীকার করেছে। জর্ডনের বিদেশ মন্ত্রী আয়মান সাফারি বলেন, ওই বৈঠক তখনই হবে যখন প্যালেস্টাইনের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড বন্ধ হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)