নিজস্ব প্রতিবেদন: এবার স্বঘোষিত রাজধানী থেকেও সম্পূর্ণ নির্মূল হয়ে গেল ইসলামিক স্টেটস অফ ইরাক অ্যান্ড সিরিয়া। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সিরিয়া ভিত্তিক একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালে সিরিয়ার আল রাক্কা শহর দখল করে তাকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করেছিল আইএসআইএস। এবার সেই রাক্কায় পতন ঘটল আইএসের। এই শহরে বসেই গোটা বিশ্বে জঙ্গি হামলার পরিকল্পনা করত জঙ্গিরা।


আরও পড়ুন - দেশদ্রোহীরা বানিয়েছে, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, বললেন বিজেপি নেতা সঙ্গীত সোম


গত জুনে মার্কিন বাহিনীর সহযোগিতায় রাক্কা থেকে আইএস উচ্ছেদ অভিযান শুরু করে সিরিয় সেনা। যে কোনও মুহূর্তে বাহিনী রাক্কা শহরের দখল নিতে পারে গত কয়েকদিন ধরেই খবর আসছিল। শেষ গুলিযুদ্ধের পর সেই অপেক্ষা শেষ হয়। রাক্কা শহরের দখল নেন সিরিয় যোদ্ধারা। সিরিয় বাহিনীর তরফে জানানো হয়েছে, সেদেশে আইএসের দখলে থাকা বাকি এলাকাগুলিরও কয়েক ঘণ্টার মাধ্যেই দখল নেওয়া হবে।


রাক্কা দখলের পর শহরের রাস্তায় আকাশে গুলি ছুড়ে ও পতাকা তুলে উত্সবে মাতেন যোদ্ধারা।