COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: এক মার্কিন সাংবাদিকের মাথ কেটে ভিডিও প্রকাশ করল ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা। জেমস ফোলে নামের ওই মার্কিন সাংবাদিকের মাথাকাট অবস্থার ভিডিওর নাম দেওয়া হয়ছে "অ্যা মেসেজ টু আমেরিকা" (আমেরিকাকে বার্তা)। বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা হল ইরাকে পা দেওয়ার ফল। ২০১২ সালের নভেম্বরে উত্তর সিরিয়ায় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাংবাদিক ফোলে।


 


গ্লোবাল পোস্ট নামের এক অনলাইন পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে কাজ করতেন। গত পাঁচ বছর মধ্য এশিয়ায় কাজ করেছেন। লিবিয়ায় তাঁকে একবার অপহরণ করার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভিডিওটি জাল কিনা তা খতিয়ে দেখার পরই এই বিষয়ে বিবৃতি দেবে মার্কিন সরকার।