Israel-Palestine Conflict: এখনই প্রায় ১২০০ মৃত্যু! আগুন আর বারুদের গন্ধের মধ্যে যেন দাঁড়িয়ে সাক্ষাৎ যম...
Israel-Palestine Conflict | Death Toll: প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। তবে সম্প্রতি দু`দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দেয়। সেই উত্তেজনার আবহেই এই সংঘাত। সেই সংঘাতে এখনই প্রায় ১২০০ মৃত্যু!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। তবে সম্প্রতি দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দেয়। সেই উত্তেজনার আবহেই এই সংঘাত। সেই সংঘাতে এখনই প্রায় ১২০০ মৃত্যু! আগুন আর বারুদের গন্ধের মধ্যে যেন দাঁড়িয়ে সাক্ষাৎ যম!
আরও পড়ুন: Oil Prices Soar: ঊর্ধ্বমুখী তেলের দাম! ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে বাজার আগুন, সংকট মধ্যপ্রাচ্যে...
রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই যুদ্ধে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১২০০ ছুঁই-ছুঁই! ইজরায়েলে নিহত হয়েছেন ৭০০-র বেশি মানুষ। আর ইজরায়েলের পাল্টা আক্রমণ প্যালেস্টাইনের ৪০০-রও বেশি মানুষের প্রাণ গিয়েছে। উভয়পক্ষই বন্দি করেছে শত্রুপক্ষের সেনা-নাগরিকদের। যুদ্ধের বহর যে বাড়বে, ক্ষয়ক্ষতি যে বাড়বে, মৃত্যু ও আহতও যে বাড়বে, তার আশঙ্কাই ছিল। ক্রমশ সেই আশঙ্কাই সত্যি হচ্ছে।
হামাস জঙ্গিরা হামলা চালিয়েছিল ইজরায়েলে। তাদের সেই হামলাকে বর্বরোচিত বলে কঠোর নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। রবিবার ইজরায়েল-প্যালেস্টাইন মিলিয়ে প্রায় ৫০০ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই খবরেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। আর আজ, সোমবার সেই মৃত্যুসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াল।
প্যালেস্টাইন গাজা উপত্যকা থেকে শনিবার ইজরায়েলের দিকে একের পর এক রকেট ছুঁড়েছিল। পাল্টা জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছিল ইজরায়েলও।
প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী 'হামাস' বলেছে, ইজরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেট ছুঁড়েছে তারা। জানা গিয়েছে, মাত্র প্রথম ২০ মিনিটের অভিযানেই ৫০০০-এরও বেশি রকেট ছুড়েছিল তারা! আক্রমণের পরে হামাস স্বীকার করে, তারাই রকেট ছুড়েছে। তারা আরও বলে-- তারা দখলদার ইজরায়েলের সব রকম অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের সিদ্ধান্ত নিয়েছে, এজন্যই তারা এই অপারেশন আল আকসা ফ্লাড ঘোষণা করেছে।
প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা বছরভর লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্ত দিয়ে প্যালেস্টাইনের শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয় ইজরায়েল। তার পর থেকেই দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দেয়। সেই আবহেই এই আচমকা হামলা। এবং এই মৃত্যুমিছিল।