জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্র-অরণ্য-পাহাড় তো অনেক হল, এবার এসে গেছে স্পেস ট্যুরিজমের যুগ। ফলে শুরু হয়ে গিয়েছে নতুন এক বাজার। সেই বাজার-ভাবনায় এবার মাথা গলাল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা 'ইসরো'ও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, স্পেস এজেন্সি এবার মহাকাশে তাদের নিজেদের স্থায়ী পরিসর তৈরি করতে চাইছে। সেই কাজে সামিল ভারতও। বিশ্বের ৬১টি দেশের সঙ্গে এই নিয়ে কাজে নেমেছে 'ইসরো'ও। 


প্রাইভেট এরোস্পেস কোম্পানিগুলি বহুদিন থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে। গত দু'বছর ধরে এ নিয়ে অনেক কাজ হয়েছে। তবে এবার আসরে নেমেছে দেশগুলি। বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা এ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে শুরু করেছে।  


বেসরকারি ক্ষেত্রে এ বিষয়ে চোখে পড়ার মতো কাজ করেছেন এলন মাস্ক। তাঁর সংস্থা 'স্পেস এক্স' স্পেস ট্যুরিজম মার্কেটিং নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। তাঁর সংস্থার ড্রাগন স্পেসক্র্যাফ্ট মানুষজনকে ইদানীং মহাকাশে জিরো গ্র্যাভিটিতে নিয়ে যাচ্ছে।     


জেফ বেজোস-এর 'ব্লু অরিজিন'ও এক্ষেত্রে আর একটি বিশিষ্ট সংস্থা। পশ্চিম টেক্সাস থেকে নিউ শেফার্ড স্পেসক্র্যাফ্টে তারা ইচ্ছুকদের মহাকাশে জয় রাইডে নিয়ে যাচ্ছে।
    
 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Rainbow Coloured Planet: মহাজাগতিক রামধনু দেখাল নাসা, রহস্যটা কী?