নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই! এবার তা নিজ মুখেই ঘোষণা করে দিল মুম্বই হামলার প্রধান কারিগর হাফিজ সইদ। ২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে লড়াই করছে সইদ। শনিবার একথা ঘোষণা করে দিল জামাত-উদ-দাওয়া প্রধান। ফলে রাষ্ট্রসংঘ ঘোষিত একজন জঙ্গি নেতাই এবার পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে পাক সাংসদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে জামাত প্রধানের দাবি, আগামী নির্বাচনে মিল্লি মুসলিম লিগের প্রার্থী হিসেবে তাকে দেখা ‌যাবে। তবে এদিন, কোন নির্বাচনী কেন্দ্র থেকে সে লড়াই করবে তা ঘোষণা করেনি।


জেলবন্দি থেকেই গত অগাস্টে নতুন দলের নাম ঘোষণা করে সইদ। মিল্লি মুসলিম লিগ নামে ওই দলের প্রধান এখন জামাতের পুরনো নেতা সাইফুল্লাহ খালিদ। জামাত নেতা খালিদ আজ জানিয়েছেন, ‘পাকিস্তানকে এক প্রকৃত ইসলামি রাষ্ট্র হিসেবে গড়তে আমার দল কাজ করবে।’


উল্লেখ্য, জঙ্গি কা‌র্যকলাপের অভি‌যোগে গৃহবন্দি হাফিজকে সম্প্রতি মুক্তি দিয়েছে পাক আদালত। মুক্তি পেয়েই তার দাবি, ‘সরকার গত ১০ মাস আমাকে আটকে রেখেছিল শুধুমাত্র কাশ্মীরের স্বাধীণতার পক্ষে কথা বলার জন্য। গোটা পাকিস্তান থেকে আমি লোক জোগাড় করে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে দাঁড়াব।’


আরও পড়ুন-‘আন্ডারপ্যান্ট পরিয়ে বাড়ি পাঠাবো’, অধীরকে চ্যালেঞ্জ অনুব্রতর