ওয়েব ডেস্ক: নির্যাতনের বিচার চাইতে গিয়ে এবার আদালতেও অপমানিত হতে হল ধর্ষিতাকে। অপমানজনক প্রশ্ন করলেন খোদ বিচারকই। কয়েকদিন আগে স্পেনের এক মহিলা এক ব্যক্তির বিরুদ্ধে ভিটোরিয়া থানায় শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনারই তদন্ত চলছিল আদালতে। প্রশ্ন উত্তর চলাকালীন বিচারক ওই মহিলাকে প্রশ্ন করেন, 'ধর্ষণের সময় তুমি পা দুটো চেপে রেখেছিলে? তুমি কি তোমার যৌনাঙ্গ পা দিয়ে ঢেকে রেখেছিলে?'


বিচারকের এই প্রশ্নে তাঁর বিরুদ্ধে অপমানজনক প্রশ্নের অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, ভরা আদালতে মহিলার সম্মানহানীর জন্য তাঁর বদলিরও দাবি করা হয়েছে।