নিজস্ব প্রতিবেদন : কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে। আহত দেড়শর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কাবুল প্রশাসনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি অ্যাম্বুলেন্সে বোমাটি লুকানো ছিল বলে কাবুল প্রশাসন সূত্রে খবর। শহরের মাঝখানে দূতাবাসগুলির কাছাকাছি একটি চেকপয়েন্টে বিস্ফোরণটি ঘটানো হয়। দিনের বেলা ভিড়ে ঠাসা এলাকা হওয়ায় বিস্ফোরণের প্রভাব মারাত্মক ভাবে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু মানুষের। আহত হন ১৫০-এর বেশি। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।


আরও পড়ুন- দক্ষিণ কোরিয়ার হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪১


গত সপ্তাহেই কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালিবানি হানায় মৃত্যু হয় কমপক্ষে ২০ জনের।


কাবুলের মন্ত্রী মিরওয়াইস ইয়াসিনি বলেন, হঠাত্ই হাই প্লেস কাউন্সিনের দফতরের সামনে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যা বহু। জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান।