নিজস্ব প্রতিবেদন: বন্দুকের গুলিকে বিন্দুমাত্র ভয় না পেয়ে জওয়ানদের সামনে ছুটে গিয়ে হাঁটু মুড়ে বসলেন  সন্ন্যাসিনী। হাত জোর করে কাতর আর্জি জানান, ওদের মেরো না। ওঁরা আমার সন্তান। সন্তানদের দয়া করে ছেড়ে দিন। তার বদলে আমাকে মেরে ফেলুন। কিন্তু ওঁদের নয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে বিশ্বজুড়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 সিস্টার  Ann Rose Nu Tawng, পরনে সাদা রোব আর কালো হ্যাবিটে ছুটে যান জওয়ানদের সামনে। এরপর রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি বলেছিলাম ওঁদের আমি ভিক্ষা চাইছি ওঁদের মেরো না। পরিবারের সদস্য হিসেবে দেখো ওঁদের। 


এরপর দুটো পুলিস তার সামনে হাঁটু মুড়ে বসে মাটিতে মাথা ঠেকায়। সরে যেতে বলেন ওঁনাকে। এরপরই শুরু হয় আবার গুলি ছোড়া।



বিকট শব্দ গুলি বৃষ্টি হতে থাকে। এক  বাচ্চার মাথায় গিয়ে লাগে সেই গুলি। তারপর ঘুরে তাকিয়ে দেখি গোটা এলাকা দিয়ে ভেসে যাচ্ছে রক্ত। 


রাষ্ট্রে ভূমিপট বদলের প্রতিবাদে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় ৬০ জনের। ১,৮০০ জনকে আটক করা হয়েছে।