ওয়েব ডেস্ক: আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে হুমকি ও পাল্টা হুমকির আবহ। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন দিন কয়েক আগে হুমকি দিয়েছিলেন মার্কিন সামরিক দ্বীপ গুয়াম গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পরই টুইটে পাল্টা জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। তারপরও পরিস্থিতির বদল হয়নি। উল্টে, গত ১৫ অগস্ট গুয়াম গুঁড়িয়ে দেওয়ার হুমকি থেকে কিছুটা পিছু হঠার সিদ্ধান্ত নেন কিম। আর এই ঘটনাকে মার্কিন প্রশাসনের নৈতিক জয় বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আগ বাড়িয়ে আক্রমণে যেতে নারাজ কিমের কোরিয়া


এহেন পরিস্থিতিতে এবার কিমের প্রতি নিজেদের সুরও কিছুটা নরম করলেন আমেরিকা। ট্রাম্পের কথায়,''পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় কিম জং উন আমাদের সমীহ করতে শুরু করেছেন। এটা একটা ভালো দিক।'' মার্কিন প্রেসিডেস্ট আশা প্রকাশ করেছেন, কিমের এই চিন্তাধারা দুই দেশের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তুলবে।


উল্লেখ্য, একের পর এক পরমাণু মিসাইল উৎক্ষেপণ করে আমেরিকাসহ একাধিক দেশের বিরাগভাজন হয়েছে কিমের উত্তর কোরিয়া। প্রকাশ্যে সমর্থন করলেও কিমের একগুঁয়েমিতে কিছুটা ক্ষুব্ধ চিনও।