নিজস্ব প্রতিবেদন: সেই সব দিন আজ অতীত। এখন আর  পোশাক দিয়ে লিঙ্গ বিচার হয় না। মহিলাদের বহু পোশাকে আজ পুরুষরা সাবলীল। পথ দেখিয়েছেন হ্যারি স্টাইলস, রনবীর সিং (Ranveer Singh) এবং কোরিয়ান পপ-ব্যান্ড বিটিএস (BTS)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেবল সেলেবরা নন, মিলানের রাস্তায় পোশাকের ছুৎমার্গ ভাঙলেন কলকাতার যুবক পুষ্পক সেন (Pushpak Sen)। কারণ, ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে ফ্যাশন হাব মিলানের রাস্তায় শাড়ি এবং টিপ পরে তাঁর ফটোশ্যুট। সোশ্যাল মিডিয়ায় সেই ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন পুষ্পক সেন (Pushpak Sen)।


আরও পড়ুন: US returns antiquities: ভারত থেকে চুরি যাওয়া শিল্পকর্ম, প্রত্নতাত্ত্বিক সামগ্রী ফেরাচ্ছে আমেরিকা


আরও পড়ুন: Manike Mage Hithe : 'মানিকে মাগে হিথে'র নয়া মার্কিনি ভার্সনে বুঁদ তামাম নেট দুনিয়া



ইতালিতে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন পুষ্পক সেন (Pushpak Sen)। এই প্রথম নয়, শাড়ি ও টিপ পরে আগেও সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর নয়া ফটোশ্যুট। নেটিজেনরা খুব পছন্দও করছেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)