নিজস্ব প্রতিবেদন: দেখা হল মা এবং স্ত্রীর সঙ্গে। প্রায় ২২ মাস পর। পাক বিদেশমন্ত্রকে কুলভূষণ পরিবারের সঙ্গে দেখা করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। পরিবার আসার আগেই কুলভূষণকে অনেক আগেই বিদেশমন্ত্রকে নিয়ে আসা হয় বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাকিস্তানে পৌঁছল কুলভূষণের পরিবার


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কুলভূষণের পরিবার সাড়ে ১২টা নাগাদ পাক বিদেশ বিষয়ক মন্ত্রকে পৌঁছন। সঙ্গে রয়েছেন ডেপুটি হাই কমিশনার জেপি সিং। সেখানে কুলভূষণের পরিবার সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। তবে কোনও প্রশ্নের উত্তর দেননি তাঁরা বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন- বড়দিনে স্ত্রী, মায়ের সঙ্গে 'ক্ষণিকে'র দেখা হচ্ছে কুলভূষণের


সকাল থেকেই কুলভূষণ নিয়ে পারদ চড়াচ্ছে দুই-দেশের সংবাদ মাধ্যম। এএনআই সূত্রে খবর, কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে পাক বিদেশমন্ত্রক চত্বর। সকাল থেকেই পাকিস্তানের সংবাদমাধ্যমে ভিড় ছিলে চোখে পড়ার মতো।