ব্যুরো:ভোটের আগে-পরে কলকাতার রাস্তায় চোখে পড়ে কতই না রঙিন দেওয়াল লিখন। কিন্তু সব লিখনের বিষয়বস্তু রসকষহীন রাজনীতি। কলকাতার চেয়েও ব্যস্ত শহর চিনের শাংহাই। সেখানে রয়েছে এক লাভার্স লেন। ছায়াঘেরা সেই রাস্তার দুধারের দেওয়ালে ভালবাসার ছবি এঁকে রেখেছেন শিল্পীরা। সেই ছবি দেখেই পথ হাঁটেন শাংহাইয়ের প্রেমিক-প্রেমিকারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাংহাই। দুনিয়ার অন্যতম ব্যস্ত শহর। কিন্তু এই শহরেই রয়েছে তিয়ানাই রোড। প্রেমের সরণি। রাস্তার দুপাশে ঘন সবুজ গাছের সারি। সেই সব গাছের ছায়ায় পথ হাঁটেন মানুষজন। জীবনের সব ব্যস্ততা যেন থমকে যায় এখানে এসে।আর এই রাস্তাটাকেই বেছে নিয়েছেন শাংহাইয়ের গ্রাফিটি শিল্পীরা।


রাস্তার দুধারের দেওয়ালে এঁকেছেন যুগল মিলনের নানা ছবি। কোথাও সাইকেলে চেপে যেন উড়ে যাচ্ছে প্রেমিক যুগল। কোথাও মহাকাশে ছুটছেন এক নভোচর তাঁর প্রেমিকাকে আঁকড়ে ধরার জন্য। একদিন এই ছবির নীচে কিছু ফুল, কিছু মোমবাতি আর বিয়ের প্রস্তাবের চিঠি রেখে গেলেন এক যুবক। সেই উপহার পেয়ে যুবককে বিয়ের প্রস্তাবে সায় দিলেন তাঁর প্রেমিকা। এভাবেই  তিয়ানাই রোড হয়ে উঠল প্রেমের সরণি।


এই রাস্তাতেই আছে একটা মেল বক্স। কোনও এক শিল্পী তুলির টানে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন সেই মেল বক্স আর গাছের ছায়ার ছবি। এই বক্সে যাঁরা চিঠি ফেলেন, তাঁরা সকলেই চিঠির ওপর এঁকে দেন এক বিশেষ চিহ্ন, ভালবাসার চিহ্ন। এই মেলবক্স এখন হয়ে উঠেছে ভালবাসার পোস্ট বক্স। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ শাংহাইয়ে শুরু হবে বসন্ত উত্‍সব। তার আগে লাভার্স লেনের দেওয়াল ভরে উঠেছে ভালবাসার  ছবিতে। এসব ছবির দিকে চেয়ে চেয়ে হাতে হাত রেখে পথ হাঁটেন প্রেমিক-প্রেমিকারা। আর স্বপ্ন দেখেন রোমান্টিক ভবিষ্যতের।