গন্ধ শুকতে নারাজ, সিআইএ-র চাকরি থেকে ছাটাই লুলু`র
সংবাদ সংস্থা : গন্ধ শুকতে রাজি নয় আর। তাই চাকরি থেকেই বাদ পড়তে হল। সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, কাজে মন নেই তাই আর রাখা যাবে না! সাধারণ ভাবে এই পরিস্থিতিতে মন খারাপ নিয়েই বাড়ি ফেরার কথা। কিন্তু এক্ষেত্রে সে যেন হাফ ছেড়ে বাঁচল।
আরও পড়ুন- শহরের আকাশে অজানা আলো, দেখে চোখ ছানাবড়া সবার
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র বম্ব স্কোয়াডের সদস্য ছিল ল্যাব্রেডর রিট্রিভার লুলু। শুরু থেকেই নিজের কাজের প্রতি অনিহা লুলু'র। তবুও চেষ্টা, যদি কোনও ভাবে মন ফেরান যায় কাজের প্রতি। কিন্তু সব চেষ্টায় ব্যর্থ করে সে। গন্ধ শুকে যেখানে তার বলে দেওয়ার কথা, সেখানে বোমা রাখা আছে কি না? কিন্তু কোনও পরিস্থিতিতেই লুলু সেই কাজ করতে রাজি হচ্ছিল না। জোর করে কয়েকবার চেষ্টা হলেও শেষে ব্যর্থ হন সিআইএ-র গোয়েন্দারা। অগত্যা চাকরি থেকে ছাটাই।