ইংল্যান্ড: মালালা ইউসুফজাই। ১৭ বছরের মেয়েটিও তালিবানি রক্তচক্ষুর শিকার। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আওয়াজ তোলায় ২০১১ সালে তালিবানি জঙ্গিরা তাঁকে গুলি করে। কিন্তু লড়াই থেমে থাকেনি। মালালার সাহসিকতার সম্মান দিয়েছে বিশ্ব। এবছরই নোবেল শান্তি পুরষ্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গিরা যে রক্তের হলি খেলল, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই মেয়ে। নিন্দা আর ধিক্কার মলালার গলায়।


তিনি বলেন, ""পেশোয়ারে ঠাণ্ডা মাথায় যে ঘটনা ঘটানো হয়েছে, তাতে আমি মর্মাহত। স্কুলের ভিরতে নিষ্পাপ শিশুদের আর্তনাদ ভাবা যায় না। আমি এই নক্কারজনক ঘটনার নিন্দা করছি। পাকিস্তান সরকার ও পাক সেনার পাশে আমি আছি। গোটা বিশ্বের শত মানুষ আজ দুঃখ প্রকাশ করছে আমার ভাই-বোনদের জন্য। কিন্তু আমরা হার মানব না।''