তৃণমূল এখন জাতীয় দল, টুইটারে স্মৃতিমেদুর মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের জাতীয় দলের তকমা পাওয়ার খবর, রোমে পা রাখতেই পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। এতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। টুইট করে প্রকাশ করেছেন সেই উচ্ছ্বাস।
রোম : তৃণমূলের জাতীয় দলের তকমা পাওয়ার খবর, রোমে পা রাখতেই পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। এতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। টুইট করে প্রকাশ করেছেন সেই উচ্ছ্বাস।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রোমে পৌঁছানোর পরই দারুণ খবর পেলাম। তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা পেয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে বাংলায় পথ চলা শুরু করে আঠারো বছর আগে, ১৯৯৮-এ। তৃণমূলের এই জায়গায় পৌঁছাতে সাহায্যের জন্য বিশেষ ধন্যবাদ বাংলা, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের মানুষকে।'
ইউরোপ সফরের প্রথম ধাপে, এখন রোমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল এখানেই ভ্যাটিকানে মাদার টেরেজাকে সন্ত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ও একাধিক রাজ্যের মন্ত্রীরা।