নিজস্ব প্রতিবেদন- মাত্র ৩৪ সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু দেখে আপনি আঁতকে উঠতে পারেন। তাল গাছের মগডালে উঠে বসে আছেন এক ব্যক্তি। তারপর সেই গাছটি কাটার জন্য তোড়জোর শুরু করেছেন তিনি। তাও আবার গাছে চড়া অবস্থাতেই। প্রায় আকাশছোঁয়া উচ্চতা সেই গাছের। সেখান থেকে যদি ওই ব্যক্তি পড়ে যেতেন তাহলে মৃত্যু অবধারিত ছিল! তবুও সেই ব্যক্তি কায়দা করে গাছ কাটলেন। আর সেই ভিডিও যাঁরা দেখলেন তাঁরা ভয়ে কাঁটা হয়ে রইলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমেরিকার বাস্কেটবল তারকা রেক্স চ্যাপম্যান সবার প্রথমে ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আকাশছোঁয়া তাল গাছের মগডালে উঠে বসেছেন। তারপর মগডালে বসেই ধারালো কিছু একটা দিয়ে গাছ কাটতে শুরু করলেন। তাঁর ভারে গাছটি হেলে পড়েছিল অনেকটাই। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই ব্যক্তি তাল গাছের মাথা কেটে ফেলেছেন। ডালপালা সমেত গাছের মাথা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর গাছের অবশিষ্ট অংশটি আবার সটান হয়ে যায়। 



সেই ব্যক্তি তখন গাছটিকে জড়িয়ে বসে ছিলেন। গাছের সঙ্গে তিনিও হাওয়ায় দুলতে থাকেন বেশ কিছুক্ষন। সেই ব্যক্তি এদেশের মানুষ হলে তাঁকে অনেকে হয়তো বলতেন, কলিযুগের কালিদাস! কবিবর হয়ে ওঠার আগে কালিদাস যে গাছের ডালে বসে ছিলেন সেটিই কেটে ফেছিলেন। তিনি নাকি এতটাই বোকা ছিলেন! তবে চ্যাপম্যানের শেয়ার করা ভিডিয়োয় ওই সাহসী অথবা মূর্খ ব্যক্তি হয়তো ভারতীয় নয়। তাই তাঁর সঙ্গে কেউ কালিদাসের তুলনা করলেন না। তবে তাঁর এই কাণ্ডকে সাহসী বলা যাবে নাকি মূর্খামি, তা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল।