নিজস্ব প্রতিবেদন:  হাতে একটা ফাউন্টেন পেন। আর তা দিয়েই হইচই ফেলে দিলেন এয়ার চায়নার এক ‌যাত্রী। বাধ্য হয়েই বিমানটিকে ঝেনঝুতে জরুরি অবতরণ করাতে হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ে, ডেকে আনল যুবতীর মর্মান্তিক পরিণতি


রবিবার চিনের স্থানীয় সময় সাড়ে আটটা নাগাদ এয়ার চায়নার একটি বিমান হুনান প্রদেশের চ্যাংসা বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ আকাশেই শুরু বিপত্তির। চিনের অসামারিক বিমান পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বিমানের এক ‌যাত্রী এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে পণবন্দি করার চেষ্টা করেন। তাঁর হাতে ছিল একটি ফাউন্টেন পেন। সেটিকেই হাতিয়ার করেই তিনি বিমানটিকে অন্য জায়গায় নিয়ে ‌যাওয়ার দাবি করেন।


আরও পড়ুন-গোল্ড কোস্টে সমাপ্তি অনুষ্ঠানে তেরঙ্গা হাতে মেরি


বছর চল্লিশের ওই ‌যাত্রীর কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের মধ্যে। পেন দেখিয়েই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে আটকে রাখেন ওই ‌যাত্রী। বাধ্য হয়েই বিমানটিকে ঝোনঝু বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হন পাইলট। এয়ার চায়না সূত্রে খবর, ‌যাত্রীটি মানসিক রোগী। তাকে গ্রেফতার করা হয়েছে। ‌যাত্রীরাও নিরাপদে রয়েছেন।