নিজস্ব প্রতিবেদন: নাকের আমি, নাকের তুমি, নাক দিয়ে যায় চেনা! বিশ্বের সব চেয়ে লম্বা নাকের অধিকারী এই মানুষটি তুরস্কের। গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতিও তিনি পেয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু রেকর্ড করাই নয়, রেকর্ড ধরেও রেখেছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০ বছর ধরে বিশ্বের আর কেউ নাকের দৈর্ঘের দিক থেকে তাঁকে টপকে যেতে পারেনি। 


২০০১ সালে মেহমেতের নাকের দৈর্ঘ মেপে দেখেছিল গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তাঁর নাক ছিল ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি। তবে গত দুদশকে আরও দু'বার মেহমেতের নাক মেপে দেখা হয়। কেননা, স্বাভাবিক ধারণা যে, মানুষের অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘের হেরফের হয়। তবে এক্ষেত্রে কোনও হেরফের দেখা যায়নি।


৭১ বছরের মেহমেতের থেকে বিশ্বে আরও কারও নাক যে বড় নেই, তা হয়তো নয়, কিন্তু তাঁরা জনসমক্ষে এসে বিষয়টি কখনও দাবি করেননি বা নিজেদের নাকের দৈর্ঘ মাপার সুযোগ কোনও সংস্থাকে দেননি।


লম্বা নাকের কিছু সুবিধা পান কি তিনি? 


মেহমেতের ঘ্রাণশক্তি অন্যদের চেয়ে বেশি। গন্ধ শনাক্ত করার ক্ষেত্রেও গড়পড়তা মানুষের চেয়ে তাঁর ক্ষমতা বেশি বলে দেখা গিয়েছে।


হঠাৎ করেই যে মেহমেতের নাক লম্বা আবিষ্কার করা গিয়েছে, তা নয়। জানা গিয়েছে, মেহমেতের বংশে লম্বা নাকের ঐতিহ্য ছিলই। তাঁর পূর্বপুরুষদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা গিয়েছে।
 
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: গভীরে যাও... আরও গভীরে; ১৪০০ কোটি বছর আগের জগতে ছুটবে দৃষ্টি