নিজস্ব প্রতিবেদন: বিমান আকাশ ওড়ার প্রস্তুতি নিচ্ছে। সিল্ট বেল্ট বেঁধে প্রস্তুত হচ্ছেন যাত্রীরা। রানওয়ে ধরে ধীরে ধীরে এগোতে শুরু করেছে বিমানটি। ঠিক তখনই জানলার ধারে বসা একদল যাত্রী চেঁচামেচি শুরু করল। দেখা গেল বিমানের ডানায় চড়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সিটবেল্ট খুলে আসন ছেড়ে ওঠে পড়েন যাত্রীরা। তুমুল হট্টগোল দেখে বিমান থামিয়ে দেন চালক। কাণ্ডটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মহম্মদ বিমানবন্দরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ঘানাগামী বিমানের ডানায় হঠাত্ই চড়ে বসেন এক ব্যক্তি। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। জেরায়  তিনি জানান, ঘানায় যাওয়ার ইচ্ছা তার বহুদিনের। এদিকে বিমান ভাড়ার টাকা নেই। বিনামূল্যে ঘানা যাওয়ার উদ্দেশ্যেই বিমানের ডানায় চড়ে বসেন। বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়িয়ে দাঁড়িয়ে থাকা বিমানেরতলায়  চলে আসন। তারপর বিমান চালু হতেই ডানায় উঠে পড়ার চেষ্টা করেন। তবে, ডানার কাছের জানলায় বসে থাকা যাত্রীদের চোখে পড়ে যাওয়ায় তাঁর জীবনরক্ষা হয়। পুরো বিষয়টিই ধরা পড়েছে এক যাত্রীর মুঠোফোনে। ওই ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 



গোটা বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তার বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ করেছেন যাত্রীরা। কী ভাবে সবার নজর এড়িয়ে একজন ব্যক্তি ডানায় চড়ে বসলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নাশকতার ছকের সম্ভাবনার কথাও বলছেন অনেকে। এর আগেও একাধিকবার বিমানবন্দরটির নিরাপত্তায় শিথিলতার অভিযোগ উঠেছে।


আরও পড়ুন- ভিডিয়ো: বাংলাদেশের হিন্দুদের বাঁচান, ট্রাম্পের কাছে কাতর আর্তি নির্যাতিতার