ওয়েব ডেস্ক: খাঁচাবন্দি সিংহীকে আদর করতে গিয়ে হাত খোয়ানোর জোগাড় করে ফেলেছিলেন রাগবি খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার একটি রিসর্টে সিংঘদের 'আদর' করছিলেন ওয়েসল রাগবি দলের খেলোয়াড়রা। তখনই ঘটে এই বিপত্তি। সিংহীর থাবায় হাতে ২টি সেলাই পড়েছে স্কট ব্যাল্ডউইন নামে ওই খেলোয়াড়ের।


বন্য পশুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, টের পাবেন এই ভিডিও দেখলে।