Tokyo: ছুরির আঘাতে আহত ১০, টোকিয়োর ট্রেনে আগুন লাগানোর চেষ্টা
এখনও হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদন: রবিবার টোকিওর (Tokyo) একটি কমিউটার ট্রেনে ছুরি চালানোর ঘটনা ঘটে। একজন ব্যক্তি আগুন লাগিয়ে দেয় এবং তার আগে বেশ কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এনএইচকে বলেছে, হামলাকারী একজন ২০ বছর বয়সী ব্যক্তি। তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে এবং হত্যার চেষ্টার সন্দেহে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। যদিও এখনও তার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন: Taliban: জল্পনা উড়িয়ে হঠাত্ জনসমক্ষে 'মৃত' তালিবান শীর্ষ নেতা আখুন্দজাদা
টোকিওর পুলিশ জানিয়েছে, কোকুরিও (Kokuryo) স্টেশনের কাছে কেইও (Keio) ট্রেনের ভেতরে এই হামলার ঘটনা ঘটেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে কয়েকজন দমকলকর্মী, পুলিশ কর্তা এবং প্যারামেডিক যাত্রীদের উদ্ধার করছে। বহু যাত্রী ট্রেনের জানালা দিয়ে পালিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে যাত্রীরা অন্য কামরা থেকে দৌড়াচ্ছিলেন, যেখানে আগুন জ্বলছিল। এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যাক্তি যাত্রীদের ছুরিকাঘাত করার পর তেলের মতো তরল ঢেলে তাতে আগুন লাগিয়ে দেয়।
দুই মাসের মধ্যে টোকিওর ট্রেনে ছুরি নিয়ে এটি দ্বিতীয় হামলা। অগাস্টে, টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগের দিন, একজন ৩৬ বছর বয়সী ব্যক্তি টোকিওতে একটি কমিউটার ট্রেনে ১০ জন যাত্রীকে ছুরিকাঘাত করে। সন্দেহভাজন ব্যক্তি পরে পুলিশকে বলে যে সে এমন মহিলাদের আক্রমণ করতে চেয়েছিল যাদের দেখে তাঁর খুশি বলে মনে হয়।