নিজস্ব প্রতিবেদন: তাঁর নামে ৩৫ মিলিয়ন ডলারের ফ্রড কেস ঝুলছে।  তাঁকে খুঁজছেন গোয়েন্দারা। বছর চুয়াল্লিশের আমেরিকান এই ব্যক্তিটি এফবিআই-এর নাগাল পেরিয়ে পালাতে চেষ্টা করলেন। করলেন একেবারে জেমস বন্ড স্টাইলে। ওয়াটার স্কুটারে চেপে! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রায় সিনেমারই মতো সিচুয়েশন! গোয়েন্দা সংস্থার লোকজনও সম্ভবত এতটা ভাবেননি। যাই হোক তবু তারা ব্যাপারটি নিয়ন্ত্রণে এনে ফেলতে পেরেছেন। স্থানীয় একটি লেকে বন্ড-সুলভ এই রোমহর্ষক কান্ডটি ঘটেছে। এফবিআইয়ের তরফে জানানো হয়েছে, মিনিটপঁচিশের জলযুদ্ধদের পরে ম্যাথিউ পিয়ার্সি নামের ওই ব্যক্তিকে ধরা সম্ভব হয়।   


আরও পড়ুন: মাস্কহীন মানুষগুলি তো নগ্ন: বিল গেটস