ওয়েব ডেস্ক: মঙ্গলের অসাধারণ থ্রি ডি ছবি পাঠাল ভারতের মঙ্গলযান মঙ্গলায়ন। লাল গ্রহের ৫,০০০ কিলোমিটার দীর্ঘ মারিনারিজ উপত্যকার সেই ছবি রিলিজ করার জন্য ভারতের স্বাধীনতা দিবসের দিনটিই বেছে নিয়েছে ইসরো। গত ১৯ জুলাই মঙ্গল পৃষ্ঠের ১৮৫৭ কিলোমিটার উচ্চতা থেকে মার্স কালার ক্যামেরায় এই ছবি তোলে মঙ্গলায়ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির সিরিজে মঙ্গলের বুকের ৬২ কিলোমিটার চওড়া ওপির চাসমা উপত্যকার ছবিও রয়েছে। চলতি বছরের শুরুর দিকে মারশিয়ান ল্যান্ডমার্কের হাই রেজলিউশন ছবি পাঠিয়েছিল ভারতের মার্স অরবিটার মিশন। এর মধ্যে ছিল কোয়াস এলাকার অরোরে কোয়াসের ছবি। প্রায় কয়েক কিলোমিটার ধরে এবড়োখেবড়ো বড় পাথরের স্তুপ। ২০১৩ সালের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার ইসরো থেকে ৪৫০ কোটি টাকায় যাত্রা শুরু করে মার্স অরবিটর মিশন। যেই বাজেট হলিউড ছবি গ্র্যাভিটির থেকে কম।


২০১৪ সালের ১২ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ে মঙ্গলায়ন। বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম চেষ্টাতেই সফল ভাবে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ার ইতিহাস রচনা করে ভারত।