ওয়েব ডেস্ক: ৭২ ঘণ্টা পর নিখোঁজ যুবকের খোঁজ মিলল পাইথনের পেটে!  ২৫ বছর বয়সী যুবকের দেহ পাইথনের পেত কেটে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ইন্দোনেশিয়ার ২৫ বছর বয়সী যুবক আকবর। পুলিসের কাছে মিসিং ডায়েরিও করেছিল পরিবার। অবশেষে সেই যুবকের দেহ উদ্ধার করল পুলিস। ২৩ ফিট লম্বা পাইথনের পেত কেটেই আকবরের দেহ উদ্ধার করেছে ইন্দোনেশিয়ান পুলিস। 


পাইথন মানুষ খেয়েছে, এমন খবর পৃথিবীর ইতিহাসে বিরল। আকারে ছোট শিশু কিংবা অন্য কোনও প্রাণী পাইথনের শিকার হলেও পূর্ণ দৈর্ঘ্যের মানুষ পাইথনের শিকার হয়েছে এমন ঘটনা এক-দুটোই আছে। যেমন এই ঘটনা সেই বিরল নজিরগুলোর মধ্যে একটা। 


'রেটিকুলেটেড অজগর' পৃথিবীর সব থেকে বড় সরীসৃপদের মধ্যে একটি। এরা সাধারণত তাদের শিকারকে গ্রাস করার আগে শিকারের শ্বাসরোধ করে খুন করে। আকবরের ক্ষেত্রেও একই রকম ঘটেছে বলে জানিয়েছে পুলিস।