ওয়েব ডেস্ক : অনেকদিন ধরে নোংরা জামাকাপড়গুলো পড়েছিল। হাতে সময় পেয়ে ওয়াশিং মেশিন বোঝাই করে জামাকাপড় ধুতে শুরু করেন। ভালোই চলছিল পরিকল্পনা, কিন্তু, হঠাৎ বেগড়বাই করতে শুরু করে মেশিনটা। কিছুতেই আর অন হয় না মেশিনটি। কী হয়েছে দেখতে গিয়ে ঘটল আরেক বিপত্তি! ওয়াশিং মেশিনের মধ্যে আটকে গেল মাথাটাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘটনাটি চিনের ফুজিয়ান প্রদেশের। ছুটির দিনে আর লন্ড্রিতে না গিয়ে নিজেই জামাকাপড় কাচতে শুরু করেছিলেন। আর তাতেই গোল বাঁধল। ওই ব্যক্তির রুমমেট বেশ কিছুক্ষণ চেষ্টা করেন টেনে মেশিনের ভিতর থেকে বন্ধুর মাথা বের করতে, কিন্তু নিরাশ হতে হয় তাঁকে। এরপর ডেকে আনা হয় দমকল কর্মীদের। প্রায় ছয় জন দমকল অফিসার ৪০ মিনিটের চেষ্টায় ওয়াশিং মেশিন কেটে বের করেন ওই ব্যক্তিকে।