কমলাক্ষ ভট্টাচার্য: ফের ধস নেপালে। পাহাড়ের মাঝখান দিয়ে বইছে নদী! জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে, আটকে পড়েছে গাড়ি। চরম আতঙ্কে বহু বাঙালি পর্যটকরা। ধসের জেরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধার কাজে নেমে কার্যত হিমশিম অবস্থা প্রশাসনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চারদিকেই পাহাড়! পর্যটকদের কাছে নেপালের আকর্ষণ দুর্নিবার। কিন্তু বৃষ্টি নামলে আর রক্ষা নেই। কেন? পাহাড়ের ঢাল বেয়ে তখন নেমে আসে ধস। কয়েক মাস আগে তেমনই ঘটনা ঘটেছিল নেপালে। সেবার আচ্ছাম জেলায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন  ১৩ জন। চিন সীমান্তে তাপলেজং জেলাতেও নিখোঁজ হয়ে গিয়েছিল বহু মানুষ। অত্যাধিক কুয়াশার কারণে ব্যাহত হয়েছিল উদ্ধারকাজ। 



ব্যবধান মাত্র একমাসে। ফের ধস নামল নেপালে। এবার মুক্তিধাম ধামে যাওয়ার পথে ডানা, রুকসি ফলস-সহ একাধিক জায়গায়। প্রবল বৃষ্টির জেরে নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতি এমনই যে, গাড়ি নিয়ে এগনোর কোনও উপায় নেই। পাহাড়ে আটকে পড়েছে পর্যটক। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে পড়েছে প্রশাসন। সঙ্গে স্থানীয় বাসিন্দারাও। তবে প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো বিপাকে পড়েছেন উদ্ধারকারীরা।



এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমও। ধসের জেরে বেশ কয়েকটি জায়গায় বন্ধ জাতীয় সড়ক।  রাজ্যজুড়ে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। শুধু তাই নয়, সিকিমে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলিতেও জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরকাশীতে ট্রেকিং করতে তুষারধসে প্রাণ হারিয়েছেন বাংলার ৩ অভিযাত্রী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)