নিজস্ব প্রতিবেদন: মরিয়ম নাবাতানজি (Mariam Nabatanzi), মাত্র ১২ বছর বয়সে পরিবারের জোরাজুরিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই যমজ সন্তানের জন্ম দেন তিনি। পরিবারে খুশির হাওয়া বয়ে গিয়েছিল। এরপর চারবার একসঙ্গে তিন সন্তান ও পাঁচবার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মরিয়ম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪০ বছর বয়সে এসে মরিয়মের সন্তানের সংখ্যা দাঁড়ায় ৪৪-এ! মাত্র একবারই একটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিশ্বরেকর্ড করে খবরের শিরোনামে এসেছেন মরিয়ম। তাঁর ৬টি সন্তান মারাও গিয়েছে। মরিয়মের এই মুহর্তে ৩৮টি সন্তান। ২০টি ছেলে ও ১৮টি মেয়ে রয়েছে তাঁর। 



তাঁর স্বামী তাঁকে একা ফেলে রেখে পরিবারের টাকা হাতিয়ে পালিয়ে যান। অত্যন্ত অভাবের সংসারে এভাবে পরিবারের সদস্যের সংখ্যা এভাবে বাড়ায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যায় পূর্ব আফ্রিকার উগান্ডার মায়ের কপালে। মরিয়ম জানিয়েছেন যে, কোনও পরিবার পরিকল্পনাই তাঁর কাজে আসেনি। ডাক্তাররা জানিয়েছেন যে, মরিয়মের বিরল রোগ রয়েছে। তাঁর ডিম্বাশয়ের আকার স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। এমনকী তাঁর প্রজনন ক্ষমতাও স্বাভাবিকের তুলনায় বেশি। যার ফল ভোগ করতে হচ্ছে মরিয়মকে। 


আরও পড়ুন: Golf: বোতাম খোলা সাদা জামা, নেই কোনও অন্তর্বাস! আবেদনে বিশ্বসেরা লাস্যময়ী গল্ফার


আরও পড়ুন: Rohit Sharma: 'টি-টোয়েন্টির ক্যাপ্টেনসি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে রোহিতকে'!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)