Mass Shooting in US: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, নিহত ১৮ শিশু সহ ৩ শিক্ষক
পুলিস প্রধান পিট অ্যারেডোন্ডো (Pete Arredondo) জানিয়েছেন, টেক্সাসের উভালদে (Uvalde) শহরের রব এলিমেন্টারি স্কুলে (Robb Elementary School) এই ঘটনা ঘটেছে। সেখানে ৬০০ শিশু পড়াশোনা করে। তিনি জানান, হামলাকারী ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদন: আমেরিকায় ফের গুলি চালানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দক্ষিণ টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন বন্দুকধারী গুলি চালায়। ঘটনায় ১৮ ছাত্র ও তিন শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১৮ বছর বয়সী ওই হামলাকারীও নিহত হয়েছেন।
প্রদেশের গভর্নর গ্রেগ অ্যাবট (Greg Abbott) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় ১৮ জন ছাত্র এবং ৩ জন শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম ১৮ বছর বয়সী সালভাদর রামোস (Salvador Ramos)। পুলিশের পাল্টা গুলিতে তিনিও নিহত হন।
গভর্নর আরও বলেন, বন্দুকধারীর কাছে একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ছিল। গভর্নর অ্যাবট জানিয়েছেন হামলাকারী স্কুলের দুই কর্মকর্তাকেও গুলি করেছে। তাদেকের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মনে করা হচ্ছে তাঁরা বেঁচে যাবেন।
পুলিস প্রধান পিট অ্যারেডোন্ডো (Pete Arredondo) জানিয়েছেন, টেক্সাসের উভালদে (Uvalde) শহরের রব এলিমেন্টারি স্কুলে (Robb Elementary School) এই ঘটনা ঘটেছে। সেখানে ৬০০ শিশু পড়াশোনা করে। তিনি জানান, হামলাকারী ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে জানা গেছে।
ঘটনার আগে তিনি নিজের গাড়ি স্কুলের বাইরে রেখে যান। এর পর তার দুটি বন্দুক নিয়ে স্কুলে ঢুকে গুলি চালাতে থাকেন। গোলাগুলি শুরু হওয়ার পরেই স্কুলের শিশুরা তাদের জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই এনকাউন্টারে হামলাকারী নিহত হয়।
তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে জানা গেছে হামলাকারী একাই এই হামলা চালিয়েছে। এই ঘটনায় ১৮ শিক্ষার্থী ও ৩ শিক্ষক নিহত হন। ১৬ ছাত্র এবং ১ শিক্ষক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পর এফবিআই এজেন্টরাও স্কুলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। একই সঙ্গে আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিস।
এর আগে ২০১৮ সালে, একজন বন্দুকধারী হিউস্টন এলাকার সান্তা ফে হাই স্কুলে ১০ জনকে গুলি করে হত্যা করে।
হোয়াইট হাউসের (White House) প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে (Karine Jean-Pierre) জানিয়েছেন, রাষ্ট্রপতি জো বাইডেন কে ঘটনার কথা জানানো হয়েছে। কোয়াড সামিট শেষ করে জাপান থেকে দেশে ফিরছেন তারা। সেই সময় তাঁকে এই ঘটনার কথা জানানো হয়। Uvalde শহরে প্রায় ১৬০০০ মানুষ বাস করেন। এই শহরটি মেক্সিকো (Mexico) সীমান্ত থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন: Kashmir Issue: World Economic Forum-র মঞ্চে Kashmir ইস্যু, কী বললেন পাক মন্ত্রী Hina Rabbani Khar
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশে চার দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।