নিজস্ব প্রতিবেদন: অন্ধকারে পাকিস্তান। শনিবার রাতে হঠাৎই বিদ্যুৎ বিপর্যয় ঘটে গোটা দেশে। স্থানীয় সময় তখন ১১.৪৫। জানা গিয়েছে, অন্ধকারে ডুবে গিয়েছে করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

  
বিদ্যুৎ সংযোগ একেবারে নেই  বালুচিস্তানের ২৯টি জেলায়। নেই মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এমনকি, জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনও বিদ্যু‌ৎ নেই।


 



বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসেবে জানা গিয়েছে, ৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়ের কারণে গোটা দেশ জুড়ে ব্ল্যাক আউট। মনে করা হচ্ছে রবিবার সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।