জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মাংস খাওয়া যে খুব ভালো ব্যপার সেরকমটা নয়। যাঁরা নিরামিষাশী এবং যাঁরা মাংস খায় তারা কখনই নিজেদের খাওয়া দাওয়াতে মিল খুঁজে পায়না। মাংস খাওয়া নিয়ে বেশ কিছু কঠিন তথ্য রয়েছে যা উপেক্ষা করা যায় না। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঠিক সেটাই দেখায়। ক্লিপটিতে দেখানো পরিসংখ্যান অনুসারে, সারা বিশ্বের মানুষ কোটি কোটি প্রাণীকে খেয়ে ফেলেছে। সারা বিশ্বের মানুষ খামারের পশু এবং পাখির মধ্যে খেয়েছেন- মুরগি (১৯০০ কোটি), গরু (১৫০ কোটি), ভেড়া (১০০ কোটি) এবং শূকর (১০০ কোটি)। যদিও এই প্রাণীর সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে তিনগুণ বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ram Mandir Opening: টাইমস স্কোয়্যারে 'জয় শ্রীরাম' ধ্বনি! রামমন্দির প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উন্মাদনা বিশ্ব জুড়েই...


ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী মুরগি শীর্ষে রয়েছে। দৈনিক গণনা অত্যন্ত বড় - প্রতিদিন ২০০ কোটি মুরগি। স্কেল বোঝার জন্য, ডেটাকে গড় মিনিটে নামিয়ে আনা হলে বোঝা সহজ হবে: প্রতি মিনিটে ১৪০০০০ এর বেশি মুরগি জবাই করা হয়।


শীর্ষে থাকা অন্যান্য প্রাণী হল সার্ডিন (প্রতি বছর ১৪০ কোটি), চিংড়ি (প্রতি বছর ৩০০ কোটি), হাঁস (২৯০ কোটি) এবং হাঁস (২১০ কোটি)। আশ্চর্যজনকভাবে, প্রতি বছর ২০০ কোটি অক্টোপাস এবং ১০ কোটি হাঙ্গর ভক্ষণ করে।


আরও পড়ুন: Pakistan: রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে উদ্বেল পাকিস্তানও!


শুয়োরের মাংস, বেকন, হ্যাম এবং সসেজের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য প্রায় ১০০ কোটি শূকরকে হত্যা করা হয় - এই সংখ্যা যা গত ৫০ বছরে তিনগুণ হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) তার প্রতিবেদনে বলেছে যে তাদের বেশিরভাগ চাহিদা চীনের মতো দেশ থেকে এসেছে, যেটি তার অর্থনীতিতে উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় মাংসের ক্রেতা হয়ে উঠেছে।


বিপরীতে, রিপোর্ট অনুযায়ী , ইউরোপ এবং উত্তর আমেরিকায় মাংস খাওয়ার পরিমাণ স্থিতিশীল হয়েছে, এমনকি কিছু অঞ্চলে হ্রাস পেয়েছে। ভারত, জনসংখ্যার দিক থেকে চীনের সাথে দ্রুত এগিয়ে যাওয়া সত্ত্বেও, এখনও বিশ্বের মাংসের একটি ক্ষুদ্র অংশ খায়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)