ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভেঙে পড়ল ছোট বিমান। বিমানটিই আকারে ছোট। কিন্তু দুর্ঘটনা বেশ বড় মাপের। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মেলবোর্নের কাছের একটি শপিং সেন্টারের ছাদে হঠাত্ই় ভেঙে পড়ে বিমানটি। এর ফলে বিমানটির যেমন ক্ষতি হয়েছে, তেমনই বিমান দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ওই শপিং সেন্টারেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


এই দুর্ঘটনার আঁচ থেকে রক্ষা পায়নি আশেপাশের বাড়িগুলোও। প্রচণ্ড ক্ষতি হয়েছে আশেপাশের বাড়িগুলির। অস্ট্রেলিয়ায় গত তিন দশকে সবচেয়ে ভয়াবহ আকাশ দুর্ঘটনা এটাই। দাবি ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজের। চলছে উদ্ধারকাজ। বিমান দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন  সাংহাইয়ের জন্ম নেওয়া প্রথম পান্ডা শাবক হুয়া শেংকে দেখুন