নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নানা ধাপ পেরিয়ে তবেই করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলি। কিন্তু তবু কোথাও কোথাও ঘটছে ছন্দপতন। যেমন ঘটেছে মেক্সিকোতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সে দেশের বছর বত্রিশের এক মহিলা চিকিৎসক ফাইজারের টিকা (Pfizer-BioNTech COVID-19 vaccine) নেওয়ার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টিকা নেওয়ার পরে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়, র‌্যাশ বেরোয় শরীরে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁর রোগটি হল Encephalomyelitis। এই রোগে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে জ্বালা জ্বালা ভাব অনুভূত হয় (inflammation)। 


তবে এখনই বিষয়টি নিয়ে Pfizer and BioNTech-এর তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।


Also Read: টিকাকরণে বিশ্বে ফার্স্ট বয় ইজরায়েল