নিজস্ব প্রতিবেদন: সংশ্লিষ্ট গ্রামের একটি ফুটবল মাঠকে ইসলামি জঙ্গিরা রীতিমতো 'এগজিকিউশন গ্রাউন্ডে' পরিণত করে তুলেছে। সেখানে হত্যা করা হয়েছে নিরপরাধ মানুষগুলিকে। রক্তে ভিজে উঠেছে সেই মাটি। যেন সাক্ষাৎ নরক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উত্তর মোজাম্বিক অঞ্চলের মুয়াটিডে গ্রামে। তবে, শুধু ওই গ্রামটির ওই মাঠেই নয়, সন্নিহিত অন্য অঞ্চলেও এ ধরনের আক্রমণ ঘটেছে।


জানা যাচ্ছে, ২০১৭ সাল থেকে এই ভয়াবহ হত্যালীলা চলছে। প্রায় ২০০০ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চার লাখ মানুষ ভয়ে ঘরছাড়া। মেয়েদের অপহরণ করা হয়েছে। যে জঙ্গিরা এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আইএস-যোগ রয়েছে বলে জানা গিয়েছে। 


এলাকার মানুষের দারিদ্র্য এবং বেকারত্বই জঙ্গিদের এ অঞ্চলে ঢুকতে সাহায্য করেছে। তবে এখন এলাকাবাসী শান্তি চাইছেন।    


আরও পড়ুন: 'উত্সব গুরুত্বপূর্ণ কিন্তু জীবনরক্ষা অগ্রাধিকার', বাজি নিষিদ্ধ রায় বহাল রাখল সুপ্রিমকোর্ট