ওয়েব ডেস্ক: দুধও ভেজাল? চুলে দেওয়ার শ্যাম্পু আর সোয়াবিন দিয়েই প্যাকেট দুধ তৈরি হচ্ছে, দাবি বাংলাদেশের একটি দৈনিকের। আর এই ভেজাল দুধই বাজারে দাপিয়ে বেড়াচ্ছে বলেও দাবি ওই পত্রিকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের অভিজাত এক সংস্থা, যাদের প্রোডাক্ট মিল ভিটা, তার বিরুদ্ধেই ভেজাল দুধ বিক্রির অভিযোগ করা হয়েছে পত্রিকার প্রতিবেদনে। প্রতিবেদনে এও দাবি করা হয়েছে অতিরিক্ত মুনাফা লাভের জন্যই এই ফন্দি এটেছে দুধ প্রস্তুতকারক সংস্থা। প্রতি লিটার দুধ প্রস্তুত করতে যেখানে খরচ মাত্র ১০ টাকা, সেখানে বাজারে তা ৪০ থেকে ৫০ টাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে। চাহিদাও বেশ ভালো। বাংলাদেশের শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়েছে এই ভেজাল দুধ। 


অবশ্য অভিযুক্ত সংস্থার দাবি, তাদের হুবহু নকল করে অন্য কোনও এক সংস্থা ভেজাল দুধ বানাচ্ছে এবং বাজারে তা বিক্রি করছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে মিল্ক ভিটা কোম্পানি।