ওয়েব ডেস্ক : এভাবেও অন্তঃসত্ত্বা হওয়া যায়। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। পায়ুসঙ্গমের পর অন্তঃসত্ত্বা হলেন লন্ডনের এক মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এর পিছনে রয়েছে চিকিত্সাবিজ্ঞানের এক বিস্তারিত ব্যাখ্যা। ওই মহিলার ক্লোয়াক্যাল ম্যালফর্মেশন রয়েছে। যা আসলে অঙ্গপ্রত্যঙ্গের গঠন সংক্রান্ত  বিশেষ ধরনের বিকৃতি। ৫০ হাজারে একজন এধরনের বিকলাঙ্গতার শিকার হন। বিকৃতির কারণে শরীরে যেখানে মলদ্বার, মূত্রনালী ও যোনিপথের তিনটি পৃথক টিউব থাকার কথা, এক্ষেত্রে ওই মহিলার দেহে একটি মাত্রই টিউব রয়েছে। অস্ত্রোপচার করা হলেও সমস্যা মেটেনি। মলদ্বার ও গর্ভাশয়ের মধ্যে ছোট একটি ছিদ্র থেকে যায়। এরপরই সঙ্গীর সঙ্গে পায়ুসঙ্গমের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা।


তবে, সন্তান প্রসব তাঁর স্বাভাবিক পথে হয়নি। সি-সেকশন পদ্ধতিতে ওই মহিলার প্রসব করানো হয়।