এয়ার এশিয়ার নিখোঁজ বিমান কোথায়? এখনও কোনও খবর নেই। তল্লাসিতে সাহায্য করতে তৈরি ভারতও। ভারত  বিমান ও ৩ টি জাহাজ তৈরি রাখছে সাহায্যের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় নৈউ বাহিনী জানিয়েছে, বঙ্গপোসাগরে একটি জাহাজ ও আন্দামানে ২টি জাহাজ মোতায়েন রাখা হয়েছে।


এর পাশাপাশি, একটি P-81 বিমানও প্রস্তুত রাখছে।


আজ সকালে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার এশিয়ার একটি বিমানের।


 এয়ারবাস ৩২০-২০০,  ১৬২ যাত্রী ও বিমানকর্মী সহ  ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। স্থানীয় সময় ছটা সতেরোয় জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।