ওয়েব ডেস্ক: মোদী এফেক্ট! নরেন্দ্র মোদীর প্রভাবে কী কী হতে পারে বলুন তো? জানি, আপনি নোট বাতিল বা সার্জিক্যাল স্ট্রাইক এসব ভাবছেন তো? আরে না, না, সেসবের কথা বলছি না। বলছি খাদ্যাভ্যাসের কথা। মোদী এফেক্টে এক চরম আমিষ প্রেমী এবার বদলে যেতে পারেন নিরামিষাশীতে। অন্তত তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইজরায়েল সফরে মোদীর জন্য স্পেশাল গুজরাটি নিরামিষ খাবার রান্নার দায়িত্বে ছিলেন রিনা পুশকরনা। তিনিই জানাচ্ছেন যে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় খাবারের নৈশভোজে অংশ নেওয়ার আগে নেতানিয়াহু বলেছেন, "আমার মনে হয়, আমারও আমার বন্ধু মোদীর মতো নিরামিষাশী হয়ে যাওয়া উচিত। নিরামিষ খাবারে অনেক রকমের পদ রয়েছে"। এবার বুঝলেন তো, এই হল মোদী এফেক্ট যা এক ঘোরতর মাছ-মাংস প্রেমীকেও 'ভেজ' করে তুলতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি রীনা এও জানিয়েছেন যে, যে কোনও খাবারের চেয়ে মোদী খাঁটি গুজরাটি খিচুড়িই পছন্দ করেন বেশী। (আরও পড়ুন- BRICS বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদীর)