ওয়েব ডেস্ক: সন্ত্রাস কবলিত প্যারিসে জলবায়ু সম্মেলন। আজ থেকে শুরু সম্মেলন। কপ টোয়েন্টি ওয়ানে হাজির থাকবেন বিশ্বের তাবড় তাবড় নেতারা।  অংশ নিচ্ছে একশো নব্বইয়ের বেশি দেশ।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্যারিসে প্রধানমন্ত্রী মোদী। তাঁর মতে গ্লোবাল ওয়ার্মিক রুখতে  দায়িত্ব  নিতে হবে সব দেশকেই।  সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন মোদী।
প্যারিসে জলবায়ু সম্মলনের আগে অশান্তি। আবহাওয়া পরিবর্তন নিয়ে বিক্ষোভ। মানব শৃঙ্খল তৈরি করে বিক্ষোভ। জমায়েত হটাতে পুলিসের কাঁদানে গ্যাস। পুলিস-বিক্ষোভকারী সংঘর্ষ। গ্রেফতার দুশর বেশি।