ওয়েব ডেস্ক: ৭৮০ পাউন্ড এবং প্রায় ১৫ ফুট লম্বা একটি কুমিরকে মেরে ফেলা হল! দৈত্যর মতো কুমিরটিকে দেখা যায় ফ্লোরিডার একটি চাষের জমিতে। এত বড় কুমির নাকি আগে কখনও দেখা যায়নি। সেই কুমিরটিকেই চাষের ট্রাক্টর দিয়ে মেরে ফেলা হল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রসঙ্গে ফ্লোরিডার ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনের এক কর্তা জানিয়েছেন যে, এত বড় কুমির খুব একটা দেখা যায় না। তবে এটা বিশ্বের সবচেয়ে বড় কুমির নয়। কুমিরটিকে মেরে ফেলার কারণ হিসেবে জানা গিয়েছে, ওই চাষের জমিতে খুব একটা জল ছিল না। সেখানে জল খেতে আসে কয়েকটি গবাদি পশু। তাদেরকে হঠাত্‌ আক্রমণ করে ওই কুমিরটি। সেই সময় মাঠে চাষের কাজ করছিলেন কয়েকজন। তাঁরাই ট্রাক্টর দিয়ে কুমিরটিকে জল থেকে তুলে ধরে। তারপরেই গুলি করে মেরে ফেলা হয়।


দৈত্যের আকারের ওই কুমিরটির ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।