নিজস্ব প্রতিবেদন: এক টুকরো পাথর আর তার দাম প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা! হীরা বা চুনি-পান্না নয়, দেখতে অতি সাধারণ পাথরের মতোই। অযোধ্যা, শুশুনিয়া পাহাড়ের আশেপাশে এমন পাথরের টুকরো পড়ে থাকতে অনেকেই দেখেছেন। ভাবছেন, তাহলে এর দাম ৩ কোটি ৯২ লক্ষ টাকা হল কী করে? কারণ, এই পাথরের টুকরোটি চাঁদ থেকে পৃথিবীতে আমদানী করা হয়েছে। আর তাই এই পাথরের দাম নিলামে দাঁড়াল ৬,০০,০০০ মার্কিন ডলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি মার্কিন মুলুকের বস্টনে নিলামে ওঠে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি। জানা গিয়েছে, গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে খোঁজ মেলে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীর মাটিতে এসে পৌঁছানো এই পাথরের টুকরোটির।


চাঁদের পাথরটি অনলাইনে নিলামের জন্য ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রেখেছিল বস্টনের নিলামী সংস্থা আরআর অকশন। এই নিলামী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে সাড়ে ৫ কিলোগ্রাম ওজনের চাঁদের পাথরটি কিনেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। আপাতত ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্ত্বরে পাথরটি প্রদর্শিত হচ্ছে। তবে ক্রেতার কোনও পরিচয় এখনও জানা যায়নি।