নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে ১০ লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে গোটা বিশ্বে COVID-19 পজেটিভ কেসের সংখ্যা ১০ লক্ষ ১৮ হাজারেরও বেশি। অন্যদিকে ভাইরাস আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বিশ্বের প্রায় ৫৩ হাজার ২৫১ জন মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। চিকিত্সায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ২১৮ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিন, ইতালির পর এই মুহূর্তে বিশ্বের করোনাভাইরাসের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লক্ষ ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০০ জন। প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৯৫ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের এপিসেন্টারের স্থান নিয়েছে নিউ ইয়র্ক। শুধু মাত্র নিউ ইয়র্কেই প্রায় ৯৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন বিশেষজ্ঞদের মতে অধিক জনঘনত্ব, জন পরিবহণের আধিক্য ও বিভিন্ন দেশের মানুষের যাতায়াতের ফলে নিউ ইয়র্কে সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের পরেই দ্বিতীয় স্থানে নিউ জার্সি। সেখানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৫,৫৯০। 


COVID-19 পজেটিভ কেসের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দ্বিতীয় স্থানে ইতালি। ইতালিতে প্রায় ১ লক্ষ ১৫ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার জনের। চিকিত্সায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালির পরেই রয়েছে ইউরোপের অপর এক দেশ স্পেন। স্পেনেও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী স্পেনে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৬৫ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৪৮ জনের। চিকিত্সায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৪৩ জন। 


এদিকে ভারতেও করোনাভাইরাসে আক্রান্তের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। শুক্রবার ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পার করেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট COVID-19 পজেটিভের সংখ্যা ২,৫৬৭। প্রাণ হারিয়েছেন ৭২ জন। চিকিত্সায় সুস্থ হয়েছেন ১৯২ জন। যদিও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২,৩০১। মৃত ৫৬। সুস্থ হয়েছেন ১৫৬ জন।


আরও পড়ুন, টোটো করে 'পাচারের' ছক! তল্লাশি চালাতেই উদ্ধার সরকারি লোগো-লেবেল লাগানো বস্তা বস্তা চাল