ওয়েব ডেস্ক: তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছে ঢাকা। দিল্লির কাছেও সে মোস্ট ওয়ান্টেড। ২ দেশের গোয়েন্দাদের কাছে আজও বেপাত্তা পরেশ বড়ুয়া। অথচ তাকেই দেখা গেল মায়ানমারের জঙ্গলে, বিহুর তালে, খোস মেজাজে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিহুর তালে তালে মেলাচ্ছেন অনেকেই। সেই দলেই দেখা মিলল আরও একজনের। কে? ভারত এবং বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পরেশ বড়ুয়া। বহু তল্লাসির পরও ২ দেশের গোয়েন্দারা আজ পর্যন্ত যার নাগাল পাননি, সেই আলফা প্রধানকে দেখা গেল বহাল তবিয়তে মায়ানমারের জঙ্গলে। সঙ্গি সাথীদের নিয়ে মাদলের তালে তালে কোমর দোলাতে। পরনে ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবি এবং পাজামা। গলায় অতি পরিচিত গামছা। পরেশ বড়ুয়াকে ঘিরে রেখেছে একাধিক সশস্ত্র নিরাপত্তারক্ষী। প্রত্যেকের হাতেই অত্যাধুনিক রাইফেল। তারিখটা সম্ভবত ২৫ এপ্রিল।



গোয়েন্দাদের দাবি, চিনের মদতে উত্তরপূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ছক কষছে পরেশ বড়ুয়া। তারজন্য চিনের ইউনান প্রদেশের সীমান্ত শহর রুইলিতে শিবির গড়েছে আলফা প্রধান। সেখানেই জোর কদমে চলছে প্রশিক্ষণ। অস্ত্র আসছে উত্তর মায়ানমারের কাচিন থেকে। যা ছড়িয়ে পড়ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন শহরে। এই কাজে পরেশ বড়ুয়ার সঙ্গে হাত মিলিয়েছে নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন খাপলাং এবং কেএলও। বর্তমানে জঙ্গি নেতা এসএস খাপলাংয়ের অবস্থান মায়ানমারে। ফলে ক্রমশই দিল্লির মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে আলফা প্রধান পরেশ বড়ুয়া। ভারত এবং বাংলাদেশের প্রায় নাকের ডগায় লুকিয়ে আলফা প্রধান। অথচ ২ দেশের পুলিস কিম্বা গোয়েন্দাদের কাছে কোনও খবর নেই? এই ভিডিও সামনে আসতেই উঠছে সেই প্রশ্ন। (আরও পড়ুন- ব্রিটিশ পার্লামেন্টের কাছে সশস্ত্র-সন্দেহভাজন ব্যক্তি, উত্তেজনা লন্ডনজুড়ে)