পার্কে শিশুকে স্তন্যপানে বাধা, মায়ের কাছে ক্ষমা চাইল Disneyland কর্তৃপক্ষ
এরপরই সেই মায়ের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: ইউরোপের বৃহত্তম পর্যটক আকর্ষণ ডিজনিল্যান্ড প্যারিসে প্রকাশ্যে স্তন্যপান করানোর ঘটনায় বাধা দিল মা-কে। যেই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এরপরই সেই মায়ের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।
পার্কে বসে কেন স্তন্যপান করাচ্ছেন মা, সেই প্রশ্ন তুলে নিষেধাজ্ঞা আরোপ করে ওই পার্কের সুরক্ষা কর্মীরা। রবিবার এক মহিলা দর্শনার্থী এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে দু'জন সুরক্ষা এজেন্ট বিদেশী ক্লায়েন্টকে এমন করতে পারেন না।"
আরও পড়ুন, Skydive করতে গিয়ে প্রাণহানি, ৯ যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ভাঙল বিমান
একটি টুইট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেঞ্চে বসে থাকা দুই মহিলা ও একটি বাচ্চা ছিল। বলা হয়েছে সেই মহিলা হলেন এক অস্ট্রেলিয়ান। ফ্রান্সের এই পার্কে এসেছিলেন তিনি শিশুকে নিয়ে।
ফরাসি সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে এই ঘটনা নিয়ে। এরপর মঙ্গলবার ডিজনিল্যান্ড জানায়, এই ঘটনায় তারা অনুতপ্ত। ওই শিশুর মায়ের কাছে তারা ক্ষমাও চেয়েছে।
তারা জানায়, "আমাদের নিয়মাবলী এবং আমাদের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য ছিল না। শিশুদের স্তন্যপানে আমাদের অফিসিয়াল নিয়মে কোথাও কোনও বাধা নেই। "