ওয়েব ডেস্ক: মহিলারা গাধা কিংবা বাঁদর! আপনি এমনটা নিশ্চয়ই মনে করেন না। কিন্তু মহিলাদের গাধা, বাঁদর মনে করেন ইরানের সাংসদ নাদের কাজিপোর। না, বানিয়ে বলা অথবা হলুদ সাংবাদিকতা নয়। একজন সাংসদ এমনটা বলতে পারেন? মহিলা পুরুষ সবার ভোট নিয়েই তো জনপ্রতিনিধি হয়ে সংসদে পা রেখেছেন ইরানের সাংসদ নাদের কাজিপোর। মহিলাদের নিয়ে এমন বিদ্রূপের কী কোনও প্রমাণ আছে, এই প্রশ্নটা দানা বেধে থাকলে, নিঃসন্দেহে সন্দেহ দূর করে ফেলুন। তথ্য প্রমাণ, দেখুন-



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভোটে জেতার পর বিজয়ী ভাষণে মহিলাদের উদ্দেশ্যে এমন বিদ্রূপ করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ইরানের উর্মিয়া শহরের সাংসদ নাদের কাজিপোর। তাঁর এই বিতর্কিত বক্তব্যের পর বিদ্রূপের মুখে পড়েছেন সাংসদ কাজিপোর।  


ইরানের সংসদে ২৯০টি আসনের মধ্যে ১৪টি আসনে রয়েছেন মহিলা জনপ্রতিনিধি। আগে এই সংখ্যাটা ছিল মাত্র ৯।