কাদা মাখার প্রতিযোগিতা!
ব্যুরো: কাদা মাখার খেলা। সেই খেলারও প্রতিযোগিতা। জার্মানির Arnsberg মাতল কাদা মাখতে।
তবে এ প্রতিযোগিতা নামেই প্রতিযোগিতা আদতে শুধুই মজা। ২০টি obstacle অতিক্রম করতে হবে আঠারো কিলোমিটার পথে। অংশ গ্রহণ করেছেন বহু মানুষ। ২০১০ সালে মার্কিন মুলিকের পেন্সিলভেনিয়া রাজ্যে এই ধরণের প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয়। এখনতো পশ্চিমের বিভিন্ন দেশে মাজার খেলা হিসাবে যথেষ্ট জনপ্রিয় কাদা মাখা। শুধুমাত্র জার্মানিতেই এবার তিন তিনটি কাদা মাখার প্রতিযোগিতার আযোজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় সামিল নব প্রেম যুগল থেকে ৬০ পেরিয়ে যাওয়া বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলেই।